
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদযোহর তানোরের চাপড়া হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোরের সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
দোয়া শেষে মাদ্রাসার এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন মিজানুর রহমান মিজান। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা সবসময়ই অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#