1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে তরুন প্রজন্মের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময় আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল সারিয়াকান্দিতে বিএনপি নেতা মরহুম মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু সাপাহারে ব্যবসায়ী’দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফ্যাসিবাদ তন্ত্রর বিলোপ সাধনই ছিল জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন:পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পূজা পালিত পঞ্চগড়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ১০ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও জামায়াতে ইসলামী’র বিরুদ্ধে  বাগমারার তাহেরপুরে সেনা অভিযান, অস্ত্র ওয়াকিটকিসহ ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক বাংলাদেশে ভারতের ‘নন-ফ্যামিলি পোস্টিং’: কারণ, প্রেক্ষাপট ও উত্তরণের পথ

তানোরে উন্নয়নের জন্য সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্পের বার্ষিক সংলাপ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে “উন্নয়নের জন্য সিস্টেম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় ইডিসি সদস্য, শিক্ষা ফোরাম সদস্য ও স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের সমন্বয়ে বার্ষিক ইউনিয়ন পর্যায়ের সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং চাইল্ডএইড নেটওয়ার্ক ও নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের সহায়তায় আয়োজিত এ সংলাপ সভায় অংশ নেন স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেফালী খাতুন। বিএনপি’র ইউপি সভাপতি ও শিক্ষক আল আমিন হক পলাশ।এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, ডাসকো এনজিওর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিক মমিনুল ইসলাম মুন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আতাউর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। আমাদের গ্রামীণ এলাকার শিশুদের শিক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে যে কাজ চলছে, তা আরও গতিশীল করতে হবে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য ইউনিয়ন পর্যায়ের এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাধাইড় ইউনিয়নে শিক্ষা উন্নয়নে আমি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেফালী খাতুন বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা থেকে শুরু করে পাঠদান পদ্ধতির উন্নয়ন সবক্ষেত্রেই অভিভাবক ও শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোনো শিশু যেন আর্থিক, সামাজিক বা শারীরিক কোনো কারণেই স্কুলছুট না হয়, সেটি নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে স্কুল পর্যায়ে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোর সুফল ইতোমধ্যে দেখা যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শিক্ষা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। সভায় অংশগ্রহণকারী অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন, যেমন শিক্ষকের স্বল্পতা, শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা, পাঠ্যবই ও সহায়ক উপকরণের ঘাটতি ইত্যাদি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা যথাযথভাবে নথিভুক্ত করে সমাধানের আশ্বাস দেন।

সংলাপ সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তা, স্থানীয় প্রশাসনের নজরদারি এবং শিক্ষক অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাধাইড় ইউনিয়নসহ তানোর উপজেলার শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে এবং শিশুদের জন্য একটি সমান, ন্যায়সঙ্গত ও মানসম্মত শেখার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট