
মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি লিমন মিয়ার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করেছেন ম্যাজিস্ট্রেট। শনিবার (১৫ নভেম্বর) রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ সংক্রান্ত আদেশ দেন। আগামী ১৯ নভেম্বর কমিশনারকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে কৌশলে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন লিমন মিয়া। এসময় জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন তিনি। পরে পুলিশ লিমনকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর দেখা যায় পুলিশি হেফাজতে থাকার সময় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে ভিকটিমকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।
আদালত মনে করেন, এটি সুপ্রিম কোর্টের নির্দেশনা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০ স্পষ্ট লঙ্ঘন। কেন ব্যবস্থা নেওয়া হবে না জবাব চাইলো আদালত আদালতের মতে, পুলিশ হেফাজতে থাকা আসামিকে মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া আইনগতভাবে গুরুতর প্রশ্নবিদ্ধ। তাই এ ঘটনায় আরএমপি কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে তাকে তলব করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে কারণ দর্শানোর শুনানি অনুষ্ঠিত হবে।#