
মশিউর রহমান ( মানিক) দূর্গাপুর, রাজশাহী : ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজশাহী দুর্গাপুরে রাজপথে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। লগি-বৈঠার তান্ডব চালিয়ে নিরীহ মানুষ হত্যা,এবং হত্যা কারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা,উপজেলা জামায়াতের নায়েবে আমির দুর্গাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল বারী সোহরাফ,উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ সাইফুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন,দূর্গাপুর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, পৌর আমীর মোঃ নুর আলম। বক্তারা বলেন দেশে আইন নামেনে নিরোপরাধ মানুষ হত্যা ও জনমনে ভয়-ভীতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার এবংদৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উপজেলা চত্বর হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার জিয়া চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় নেতাকর্মীরা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে এবং জনগণকে নিয়ে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। কোন অন্যায় কারিদেরকে প্রশ্রয় দেওয়া হবে না ।
এ সময় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের জামায়াতে ইসলামের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী সহ অসংখ্য নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।#