মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ, ০৮ অক্টোবর ২০২৫: আজ শিবগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মো. তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
অভিযান চলাকালে অবৈধ মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে যথাক্রমে এক মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এছাড়া, ইয়াবা ও হেরোইন বিক্রয়ের সাথে জড়িত অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলা প্রশাসন, শিবগঞ্জ জানিয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সব ব্যবস্থা নেয়া হবে।#