1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত ‘অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত  মেয়াদ উত্তীর্ণ- ফিজিসিয়ান স্যাম্পুল অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে বাঘায় তিন ফার্মেসীর জরিমানা স্মৃতির ডাকবাক্স: প্রযুক্তির যুগে আত্রাইয়ে চিঠির অপেক্ষা শেষ ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন মা বাবাদের টেকসই উন্নয়ন  কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩ গোদাগাড়ী ভূমি অফিসে সেবার মানে আমূল পরিবর্তন, দালালমুক্ত, হয়রানিমুক্ত সেবা পাচ্ছে সাধারণ মানুষ তানোরে বিএনপির দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট একই সীমান্ত দিয়ে বিএসএফ’র তৃতীয় দফায় ১৯ জনকে পুশইন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চান শিকারী সীমান্ত দিযে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভোলাহাট উপজেলার চামুশা বিওপি ও চান শিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্তপিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৯ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৯ বাংলাভাষীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পুশইন হওয়াদের মধ্যে ৩ শিশু, ৬ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলর নরেন্দ্রপুর চরমহিষপুর গ্রামের আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চরআষাড়িয়াদহ গ্রামের সালাম শেখের ছেলে আসাদুল (৩৩), গোগ্রাম শ্রীরামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মালকামলা গ্রামের বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮), যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া আড়সিংরী গ্রামের রওশেদ আলী মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দর রহমান (৩৭), মাগুরা জেলার সদর উপজেলার গাংনী নতুনগ্রামের মৃত শিবু দাস শিকদারের ছেলে সয়ন সিকদার (২২), খুলনা জেলার সদর উপজেলার পুকুরজানা ঘোপখালী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সুমি (২৫), সুজনের শিশু সন্তান আব্দুল্লাহ (২ মাস), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা হাজিপাড়া দাসিয়াছড়া কালিরহাট হাজিপাড়া গ্রামের এমবি আব্দুল মোতালেবের ছেলে মেহেদুল ইসলাম (২৩), হোসেন আলী’র ছেলে এবি আব্দুল মোতালেব (৪৭), শামছ উদ্দীন হকের ছেলে মোকছেদুল হক (৩০), মুন্নাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫), মোকছেদুল হকের ছেলে রমজান হক (০৩), নড়াইল জেলার কালীয়া উপজেলার কতুয়ালী গ্রামের দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে শাপলা আক্তার (২১) এবং মারুফ হোসেনের মেয়ে রুহী আক্তার (০২)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটের মাধ্যমে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাগেছে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে বিএসএফ’র নিকট হস্তান্তর করে।

আজ ভোরে তাদের বাংলাদেশর অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি’র টহলদল তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ভোলাহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, একই সীমান্ত এলাকা দিয়ে গত ৩ জুন ৮ জনকে এবং ১৪ আগষ্ট ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট