1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে সরকারি গাছ ও পুকুর ভর্তি মাছ সাবাড়ের অভিযোগ ধান কেটে হাসি মুখে বাড়ি ফেরা হলো না, ফিরেছে নিথর দেহ বটিয়াঘাটার তালবুনিয়ায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের আইএমটিএ (Linkage event) সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা খুলনার শিপইয়ার্ডে ভেসে থাকা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পত্নীতলায় ইমাম – ওলামা সম্মেলন অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন শিবগঞ্জে ভয়াবহ পদ্মা নদী ভাঙন: ঘরবাড়ি হারিয়ে মানববন্ধনে গ্রামবাসী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র জনপ্রিয় প্রার্থী আশরাফ হোসেনের মতবিনিময়

শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনতা । ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন চলে বেলা ১২ টা পর্যন্ত। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ডবাজার এলাকা থেকে শুরু হওয়া ৫ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান সংবলিত নানা ধরনের ব্যানার হাতে নিয়ে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

ভাঙ্গনের তীব্রতায় উপজেলার দুর্লভপুর,পাঁকা, উজিরপুর ও মনাকষা ৪টি ইউনিয়নের শতশত বসতবাড়ি, প্রায় ১৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪ টি মাদ্রাসা, ৫০ টি মসজিদ, ৫ টি কবরস্থানসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি বর্তমানে নদীর গর্ভে বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি। প্রতিদিনই বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙ্গনে শিবগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর কয়েকবার নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আরো শত শত বসতবাড়ি।

এসময় বক্তারা আরো বলেন, ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে। তবে বালির বস্তা ফেলে কোন লাভ হয় না। স্থায়ীভাবে বাঁদ নির্মাণ না হলে নদী ভাঙ্গন রোধ সম্ভব হবেনা। এই মুহূর্তে জরুরি ভিত্তিত্তে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁদ নির্মাণের দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, মোশারফ হোসেন এম, মজিবুর রহমান, আব্দুল বাড়ী মাস্টার, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম, আজমল হোসেন মাষ্টার, জালাল মাষ্টার, আফতাব উদ্দিন মাষ্টার, ইকবাল হোসেন ফটিক, মোহাঃ হারুন আলী প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব চলতি মৌসুমে নদী ভাঙনের ভয়াবহতায় আশঙ্কার কথা জানিয়ে শিবগঞ্জের ৬ কিলোমিটারে দ্রুত বাঁধ নির্মাণের জন্য ৭৫১ কোটি টাকার প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে,বরাদ্দ পেলে কাজ শুরুর কথাও বলেন তিনি।

মানববন্ধন শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর নিকট লিখিত দাবি পেশ করে দ্রুত টেকসই সমাধানের আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট