শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসায় সরকারি রাস্তার পিচ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষার্থী সহ ৭জন গুরুদ্বার জখম হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জখম শিক্ষার্থী আদরী বাদী হয়ে ঘটনার দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন, তিলক গ্রামের মোস্তফা শিকারীর ছেলে রানা শিকারী, রানা শিকারীর স্ত্রী শিরীনা বেগম, নুর আলী ঢালীর ছেলে নুর ইসলাম বাবু ঢালী, নুর ইসলাম বাবু ঢালীর মেয়ে খুলনার আজম খান কমার্স কলেজের ছাত্রী আদরী খাতুন, অন্যান্য, হাসেম শিকারীর ছেলে রহিম শিকারী ও রহিম শিকারী। করিম শিকারি ও অনন্যা ছাড়া সকলেই মাথায় গুরুতর যখম অবস্থায় রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ভুক্তভোগীরা জানায়, উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামের শিকারী পাড়ায় শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে। সরকারি সড়কের সংস্কারের কাজ চলছে। পুরনো সড়কের অবশিষ্ট পিচ নেওয়ার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষে একই এলাকার ইমামুল শিকারী, মতিয়ার শিকারী , তানজিলা ও ফাতেমা সহ ৮/১০ জন আহতদের উপর দুই দফায় শাবল, বাঁশের লাঠি দিয়ে হামলা করে মাথা সহ বিভিন্ন স্থানে গুরুতর যখম করে। আহতদের মাথায় ৫/৬ টি করে সেলাই রয়েছে বলে চিকিৎসকরা জানায়। যখম কৃতরা ভ্যানচালক ও দিনমজুর বলে এলাকাবাসী জানায়।
এদিকে স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি মামলা না করে স্থানীয় ভাবে সমাধান করার লক্ষ্যে ভুক্তভোগীদের চাপ প্রয়োগ করছেন বলে আহতরা জানায়।#