# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের সুতিয়া নদী ও আইরা বিলে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত জাহান অনন্যা নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মোরাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চায়না দুয়ারী জাল বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। কারণ এই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে যায়। বিশেষ করে প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহারে মা মাছ ও পোনা ধ্বংস হয়ে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মোরাদ জানান, অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। মাছের প্রজনন, নদীর জীববৈচিত্র্য এবং স্থানীয় জেলেদের জীবিকা রক্ষার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই যেকোনো মূল্যে এই জাল ব্যবহার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।#