নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মধ্য হাট-বাজারে অবস্থিত বারনই নদির তীরে ময়লা-আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছে। রাস্তার পাশে বাজার মসজিদের সামনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এসব নিস্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এবং পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে এখানে আবাস গড়েছে মশার। ফলে এখান থেকেই সৃষ্টি হচ্ছে মশরার উপদ্রব। যা ছড়িয়ে পড়ছে মসজিদসহ বিভিন্ন এলাকায়। এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে হাট-বাজারে আসা ক্রেতা বিক্রিতা ও পথচারিরা। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
এলাকাবাসি জানান, তাহেরপুর পৌরসভার কোলঘেঁষে বারনই নদির তীরে গড়ে উঠা রাজশাহী জেলার বৃহতম তাহেরপুর হাট-বাজারে শাক-সবজি, ফল, মাছ,মুরগী এবং কসাইয়ের দোকানের দিনভর ব্যবসার পর সমস্ত বর্জ্য- পচা সবজি, ফলের খোসা, মাছের আঁশ এবং কসাইখানার উচ্ছিষ্ট সব সরাসরি ফেলা হচ্ছে এই বারনই নদির তীরে। ফলে ময়লা-আবর্জনা স্তুপ থাকায় সেখানে বাসা বেধেছে মশারা। এছাড়া পথচারিদের চলাচলের সময় নাকে রুমাল চেপেও রেহাই নেই তীব্র দুর্গন্ধ থেকে। এবং রক্ষণা-বেক্ষণের কোনো উদ্যোগ গ্রহন না থাকায় যেন মশাদের ভাগাড়ে পরিণত হয়েছে। তবে ময়লা-আবর্জনার কারণে বারনই নদীর এখন পানি দূষিত হচ্ছে। এছাড়া হরিতলায় অবিস্থত বান্ধা ঘাটের দক্ষিন পাশে সারাদিনে ময়লা-আবর্জনা এখনো ফেলা হচ্ছে। বাদ যাচ্ছে না মহাসড়কও। যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। ফলে গোটা পৌর হাট-বাজার যেন ভাগাড়ে পরিণত হয়েছে।
এ বিষয়ে তাহেরপুর পৌরসভার র্ভারপাপ্ত মেয়রের দায়িত্বে থাকা বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পৌর ভবনে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।#