মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: নাটোরে বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৮ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে সদর থানাধীন বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-মৃত শহিদুল ইসলাম ২। মোছাঃ সাবিনা বেগম (৩২), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম (উভয়ের ঠিকানা: উপর রাজরামপুর, চাঁপাইনবাবগঞ্জ)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা CHAPAI TRAVELS নামক বাসে যাত্রীবেশে মাদক পাচার হচ্ছে। পরবর্তীতে র্যাব-৫ এর গোয়েন্দা দল সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করে এবং নির্দিষ্ট স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ হেরোইনসহ নানা প্রকার মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#