# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, পাগলা নদীতে ২০২ কেজি, তোহখানা পুকুরে ১৫০ কেজি এবং রানীবাড়ি গুচ্ছগ্রাম পুকুরে ৫০ কেজি—মোট ৪৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রকল্প বাস্তবায়ন করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।#