নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর তাহেরপুর-নলডাঙ্গা সড়কটি ছোট বড় খানাখন্দকের কারণে চলাচলের জন্য যানবাহন ও পথচারীরা দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলে বর্তমানে রাস্তাটি যানবাহন চলাচল ঝুকিপূর্ন হয়ে পড়েছে। এ সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে বিভিন্ন ধরনের যানবাহন বিকল হওয়াসহ অহরহ ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অনেক সময় প্রানহাণির মত ঘটনাও ঘটছে। ফলে দীর্ঘ দিন থেকে রাস্তার এমন ভয়াবহ পরিস্থিতি হলেও সংশিষ্ট কর্তৃপক্ষের নেই কোন মাথাব্যাথা।
হাজার হাজার এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি গত ৮ বছর আগে নিম্নমানের জিনিসপত্র দিয়ে সংস্কারের কাজ করায় আজ রাস্তাটির এমন দুর্দশা। আর এই রাস্তা দিয়ে চলতে গিয়ে ট্রাকসহ বিভিন্ন ছোট খাটো যানবাহ প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে। দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে খানাখন্দে ভরপুর। আর এ খানাখন্দ অতিক্রম করতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগি যাত্রী ও সাধারন জনগনের। আর এতে ঘটছে প্রানহাণির মত বড় ঘটনা।
এদিকে,রাজশাহী জেলার বিখ্যাত তাহেরপুর পৌরসভাহাট দেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক এলাকা। এখান থেকে প্রতিদিন পেঁয়াজ,আলু,মাছ,কলা,পানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেশের বিভিন্ন স্থানে এই সড়কটি দিয়ে পরিবহন করা হয় রেলযোগে। ৮ ফুট চওড়া এক লেনের এ সড়কটিতে শতাধিক ভারী যানবাহনসহ অসংখ্য ছোট ছোট যান চলাচল করে। দীর্ঘদিন থেকে সড়কটি পূর্ণ সংস্কার না করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলকারী যাত্রীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে সড়কের গর্তে জমা পানি যানবাহনের চাকা থেকে ছিটকে পড়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে পথচারীদের পরিধেয় বস্ত্র। সড়কটির পূর্ণ সংস্কার না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।
এলাকাবাসি জানান,পুঠিয়া-তাহেরপুর ও নাটোরের নলডাঙ্গা সড়ক সংস্কার কাজে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাক হোসেন মুকুলের ব্যাপক অনিয়ম ও র্দুর্নীতির কারণে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এবং চেয়ারম্যান মুকুল বিগত আওয়ামীলীগ সরকারী আমলে টেন্ডারের মাধ্যমে জরাজীর্ণ স্থানগুলো সংস্কার করার জন্য কাজ পেয়ে না করায় বর্তমানে রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ও বড় বড় গর্তের কারণে বিভিন্ন স্থানে ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ছে। এতে করে এই সড়কে সব ধরনের যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে। সবমিলিয়ে রাজশাহীর তাহেরপুর,সাধনপুর ও নলডাঙ্গা সড়ক এখন মানুষের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যেনো দেখার কেউ নাই ।#