শিবগঞ্জপ্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শিবগঞ্জ উপজেলার ৯ নম্বার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামে গণসংযোগে মানুষের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪” চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক শাজাহান মিয়া। মঙ্গলবার (২৬আগষ্ট) বিকেলে এক নাম্বার কালোপুর ওয়ার্ডের জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মোশারফ হোসেন এম দুর্লভপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, মোহাম্মদ পারভেজ আলী দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, কালপুর এক নাম্বার ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ একরাম,শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ কোবির হাজী, শিবগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব মোঃ জুয়েল, ওলামা দল জেলা যুগ্ন আহবায় মোহাম্মদ আব্দুল্লাহ এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ৪৪”চাঁপাইনবাবগঞ্জ-১শিবগঞ্জ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাজাহান মিয়া বলেন,জাতীয়তাবাদী দল বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।
তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে শিবগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।#