গোলাম রাব্বানী, ঠাকুরগাঁও প্রতিনিধি; রাণীশংকৈল উপজেলার গোগর সরকারপাড়া গ্রামের কলেজ ছাত্র রাকিব হাসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষে অধ্যায়নরত ২২ বছর বয়সী কলেজ ছাত্র রাকিব হাসান ।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। যেখানে সংসারের খরচ বহন করতেই হিমশিম খেতে হয়, সেখানে রাকিবের চিকিৎসার জন্য ৭–৮ লক্ষ টাকার প্রয়োজন এতেই দিশেহারা হয়েছেন অসহায় কৃষক বাবা রেজাউল করিম।
ইতোমধ্যে রাকিবের পরিবারের পাশে দাঁড়াতে বেশ কিছু স্বেচ্ছাসেবী যুবক এগিয়ে আসলেও তার চিকিৎসার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে রাকিবের পরিবার।#