শহিদুল্লহ্ আল আজাদ. খুলনা: বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউকাই, খুলনা শাখা এই বছর চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ক্ষুদে খেলোয়াড়রা অর্জন করেছে গৌরবময় সাফল্য। ওস্তাদ সিহান মোহাম্মদ আলী ও সেন্সি রফিকুল ইসলামের নিবেদিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে, খুলনার ছোট ছোট কারাতে শিক্ষার্থীরা জাতিকে দেখিয়ে দিয়েছে—পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসে সাফল্য অনিবার্য।
এ দিকে এই প্রতিযোগিতায় অর্জিত হয়েছে, ০৬টি Gold Medal , ০৩টি Silver Medal, ১৫টি Brown পদক (উত্তীর্ণ) বিজয় অর্জনকারীদের তালিকা:- ১. ওয়ালিদ বিন বাইজিদ সাইম – কাতা , কুমিতে ২. সাফওয়ান হোসেন – কাতা ৩. মেহেরাজ হাসান আইয়ান – কাতা ৪. মাহি আব্দুল্লাহ – কাতা ৫. নূর ওয়াসিফ আনসারী রাহিল – কাতা ৬. এস এম ফারজুন ইসলাম ফামিন – কাতা ৭. রেজোয়ান হাসান রাফি – কাতা , কুমিতে ৮. শাহরিয়ার রাইফু ইসলাম – কাতা ৯. মেহেদী হাসান সৌরভ – কুমিতে ১০. মার্শা মাহেরা – কাতা ১১. আরফা জামান আলিশ্বা – কাতা ১২. নাইজেলা এঞ্জেল বাড়ৈ – কাতা , কুমিতে ১৩. রোজা ফিরোজ – কাতা ১৪. ফারিয়া তাবাসুম – কাতা , কুমিতে ১৫. মারজিয়া ইসলাম – কাতা ১৬. সৈয়দ নাজিফা ফাইরোজ হাই – কাতা ১৭. আনতারা সামিয়া অরা – কাতা ১৮. তাবাচ্ছুম আক্তার অথৈ – কাতা ১৯. দানিন হক – কাতা।
উক্ত বিষয়ে ওস্তাদ বিজয় অর্জনকারীদের উদ্দেশ্য বলেন, তোমরাই খুলনার গৌরব, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তিনি সবার প্রতি আহ্বান, এই ক্ষুদে যোদ্ধাদের জন্য দোয়া ও ভালোবাসা জানাই, আর দেশের সব শিশুদের কারাতের মতো শৃঙ্খলাপূর্ণ খেলায় যুক্ত করে গড়ে তুলি মাদক ও গেমসমুক্ত, আত্মবিশ্বাসী এক প্রজন্ম।#