মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লিয়াকত সালমান। রোববার (৩ আগস্ট) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। জনস্বার্থে নিবেদিতপ্রাণ, কর্মঠ ও মানবিক এই প্রশাসনিক কর্মকর্তা উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা, চলমান অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে লিয়াকত সালমান বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিবেদিত। নাগরিক সুবিধা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।” স্থানীয় জনগণের মধ্যে তার এই দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকায় সন্তোষ ও আশার সঞ্চার হয়েছে।
অনেকেই জানিয়েছেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি উপস্থিতি ও তত্ত্বাবধান উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের আস্থা ও ভালোবাসায় যিনি বারবার প্রমাণ করেছেন প্রশাসনের দায়িত্বশীল হায়েও থাকে মানবিকতার স্পর্শ, তিনি হলেন জনবান্ধব ইউএনও লিয়াকত সালমান।#