চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা নেয়ায় রাস্তার অভাব থাকায় ৩কি.মিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন, নৌ-পরিবহণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।
এম শাখাওয়াত হোসেন আরও বলেন, বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে। এর আগে তিনি পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরে অংশজনদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এমসফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ অন্যরা।
এসময় জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ রেজাউল করিমসহ ব্যবসায়ীবৃদ্ধ উপস্থিত ছিলেন।#