মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার(১৪ জুলাই) বিকেল ৩ টায় আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো.মুঞ্জুরুল আলম তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ইউনিয়নের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ১২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.নাছিমুল হক,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট,ইউ সদস্য মো.শামসুর রহমান,মো.মিজানুর রহমান,আব্দুর রহমান,মহিলা সদস্য মোছা.নীলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন, ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাফিজার রহমান রনি, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম খায়রুল ইসলাম সহ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।#