মো. শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ওয়ার্ড মেম্বর মোছাঃ জরিনা বেগম বিরুদ্ধে দূর্নীতি অনিয়ম অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, জরিনা বেগম টিসিবির কার্ড বিক্রি করে, এবং প্রতি কার্ডে ২০ হাজার টাকা নেয় বলে কার্ড ধারীরা অভিযোগ করেছে।এভাবে সে একায় ২০টি কার্ড বিক্রি করেছে বলে জানাগেছে। তার অনিয়মের সীমা ছাড়িয়ে গেছে। ওয়ার্ড মেম্বর জরিনা বেগম বহু অনিয়মের সাথে জড়িত। তার বিরুদ্ধে অন্য নারীদের দেহ ব্যবসায় প্রলুবদ্ধ করতে সহযোগিতা করা, কাউকে তালাক (নারী) করিয়ে দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ মিলেছে একাধিক।
এলাকাবাসির অনেকে অভিযোগ করে বলেছেন এমন কোন অপকর্ম নেই যে জরিনা করেনি। সকল অপকর্মের মূল হোতা এ নারী। এতে করে সমাজের পরিবেশ নষ্ট ও দূষিত হচ্ছে। এধরণের একজন নারীর জন্য গোটা সমাজ নষ্ট হতে পারে না। এলাকাবাসি জরিনার অপকর্মের আসল তথ্য উদ্ঘাটন করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে। এলাকাবাসি একটি সুন্দর সমাজ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ।#