1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাটোরে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পাবনার চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২জন গ্রেফতার রাজশাহী পলিটেকনিকে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের প্রশংসনীয় উদ্যোগ বিএমডিএ‘র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান রূপসায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা র‌্যাব-৫ এর অভিযানে দুর্গাপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার বাঘায় পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি  গ্রাম পদ্মার ভাঙ্গনের কবলে, জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা পাউবোর রাণীশংকৈল দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ ও সাধারণ সম্পাদক কামাল  শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক আটক ​

বাঘা-চারঘাটে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স এর বৃক্ষ উপহার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর বাঘা ও চারঘাটে মাদরাসা ও স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

সোমবার (৭ জুলাই) পৃথক পৃথক কর্মসূচিতে সংগঠনটি উপহার দেয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণও করা হয়। এদিন দুপুরে বাঘা ফাজিল মাদরাসা ও গ্রীন হ্যাভেন স্কুলের শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বৃক্ষ উপহার তুলে দেন।

এ সময় ইউএনও শাম্মী আক্তার বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স পূর্বেও সেবামূলক সামাজিক বিভিন্ন কার্যক্রম করেছে।পৃথিবীকে রক্ষা করার প্রয়াস নিয়ে এবার বৃক্ষরোপণ সংগঠনটি কর্মসূচি করে চলেছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয় ও সময়োপযোগী। আমি সংগঠনের সফলতা কামনা করছি।

Open photo

এ সময় স্কুলটির প্রধান শিক্ষক সালাহ উদ্দিন লালন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, আব্সদুল হামিদ মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর বাঘা ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে বৃক্ষ উপহার তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রব। এ সময় মাদরাসার অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এদিকে, সোমবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি। এ সময় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এতে স্কুলটির প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিনের কর্মসূচিগুলোতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান। কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সদস্য মো. সোহান আহমেদ, আবু সাঈদ ও রুপমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন বাঘা ও চারঘাটে কাঁঠাল, পেয়ারা, জাম, ডালিম, লেবু, আমলকি, মেহগনি, কৃষ্ণচূড়া, নয়নতারা ও জারুলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ শতাধিক গাছ উপহার প্রদান ও রোপণ করা হয়। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট