মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : আজ ৭ জুলাই ২০২৫, সোমবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের “ড্রিল শেড”-এ ৪২তম ব্যাচের নবনিযুক্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টরগণের যোগদান ও ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি নবনিযুক্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার মানদণ্ড অনুসরণের নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি তাঁর বক্তব্যে বলেন, “একজন পুলিশ সদস্যের পরিচয় শুধু পোশাক নয়—তাঁর কর্ম, আচরণ ও নৈতিকতা দিয়েই তিনি জনগণের আস্থা অর্জন করেন। আজকের নবীন ক্যাডেটরা ভবিষ্যতের নেতৃত্ব। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে তাঁদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার, ফারজানা ইসলাম, পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ক্যাডেটদের পেশাগত জীবন শুরুর এই আনুষ্ঠানিকতা তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করে।#