আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক অতিরিক্ত কৃষি অফিসার এম. এ. মান্নান’কে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে কৃষি অফিসের আয়োজনে উপজেলার হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় মোহনপুরে অতিরিক্ত কৃষি অফিসার এম. এ. মান্নানের দীর্ঘকর্ম জীবন নিয়ে আলোচনা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুরের উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসের অফিস স্টাফরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শেষাংশে সাবেক অতিরিক্ত কৃষি অফিসার এম.এ. মান্নান’কে পবার নতুন কৃষি অফিসার হিসেবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এম.এ. মান্নান ২০১৯ সালে কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে মোহনপুর উপজেলায় যোগদান। পরে তিনি ৫ নভেম্বর ২০২৩ সালে ৬ষ্ট গ্রেডে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে পদোন্নতি পান।
গত ১৮ মে ২০২৫ সালে তিনি মোহনপুর উপজেলা থেকে রিলিজ নেন এবং পদোন্নতি পেয়ে পবা উপজেলাতে উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। পূর্বে তিনি ২০১৮ সালে নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানতে চাইলে কৃষি অফিসার এম.এ. মান্নান বলেন, মোহনপুর উপজেলার সকল কৃষক-কৃষানী, সকল গণমাধ্যমকর্মী ও অফিসার বৃন্দ সহ সকলের ভালোবাসায় আমি সিক্ত। উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম স্যার এর প্রতি আমি কৃতজ্ঞ।#