1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোর একতা যুব সংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করণ শিবগঞ্জ পৌরসভায় বিএনপির গণসংযোগ বাঘায় বন্যায় আক্রান্ত মানুষকে মানবিক সহায়তা:  বিএনপি আগেও মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে-উজ্জল  আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় খুলনা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাগমারায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি শিবগঞ্জে কৃষকদলের লিফলেট বিতরণ ধোবাউড়ায় ১৪ দিনের শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি; উদ্ধার করলেন ইউএনও চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে স্বাস্থ্য বিভাগ‌, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

অবশেষে দ্রুতগতিতে নির্মাণ কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় “ভোলাহাট ফিলিং স্টেশন”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবশেষে এখানকার জনগনের বহুদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যার নামকরণ করা হয়েছে “ভোলাহাট ফিলিং স্টেশন”। এটির কার্যক্রম শুরু হলে যানবাহন চলাচলের জ্বালানী তেল ও গ্রাম-গঞ্জের কৃষকভাইদের জন্য কৃষিকাজে ব্যবহৃত ডিজেল-মবিল সহজলভ্য হবে।

বলা হয় ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলামোড়। আর এই জনগুরুত্বপূর্ণ জায়গায় প্রয়োজন ছিলো বিশেষ করে যন্ত্রচালিত যানবাহনের জন্য জ্বালানী তেলের। সে অভাব অবশেষে ভোলাহাটে পূরণ করলেন, উপজেলার ঐতিহ্যবাহী খালেআলমপুর গ্রামের মৃত পাতানু মহাজনের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল লতিফ এই ফিলিং স্টেশনটি নির্মাণ করেন। ফিলিং স্টেশনটি সন্ন্যাসীতলামোড় হতে দক্ষিণে অবস্থিত। যার নাম দেয়া হয়েছে “ভোলাহাট ফিলিং স্টেশন”।

সকল নিয়মনীতি মেনে যথাযথভাবে প্রক্রিয়া করে গত ১০/০৭/২০১৯ তারিখে আবেদন করেন ফিলিং স্টেশন মালিক আব্দুল লতিফ। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভাগীয়, জেলা দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি ইঞ্জিনিয়ার সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে গত ১২/০৯/২০২৪ তারিখে আবেদন মঞ্জুর হয়। গত ০৪/১১/২০২৪ তারিখে ভোলাহাট ফিলিং স্টেশনের বিল্ডিংয়ের কাজ আরম্ভ করেন আব্দুল লতিফ। বিল্ডিং তৈরীর কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে বর্তমানে ফিলিং স্টেশনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আর এ ফিলিং স্টেশনটি চালু হলে ভোলাহাট উপজেলার সকলস্তরের যন্ত্রচালিত যানবাহনের উপকার হবে। সে সাথে বিভিন্ন জেলা-উপজেলা ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাসের জন্য বিশেষ উপকার হবে।

ভোলাহাট থেকে ছেড়ে যায় প্রায় ৮/১০ টি নামধারী যাত্রীবাহী নাইট কোচ। এর মধ্যে-সাথী এন্টারপ্রাইজ বহু আগে থেকে চলাচল অব্যাহত রয়েছে। এছাড়াও মিন্টু, মদিনা, চাঁপাই, জমজম, সীমান্ত, যমুনাসহ আরো অন্যান্য।

উল্লেখ্য, ভোলাহাট এক্সপ্রেস নামের আরেকটি নাইট কোচ শীঘ্রই চালু হবে যা ভোলাহাট ফিলিং স্টেশন মালিকপক্ষ জানান। ফিলিং স্টেশনের মালিক পক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, উপরোক্ত তারিখে ফিলিং সেন্টারের আবেদন মঞ্জুরী কাগজ-পত্রাদি পেয়ে গত ২৩/০৬/২০২৫ তারিখে মালিকপক্ষের নিজস্ব জায়গায় ফিলিং স্টেশনের নির্মান কাজ দ্রতগতিতে শেষ হয়েছে। যা এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের কাছে ফিলিং স্টেশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি সকল মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই ফিলিং স্টেশনটির জন্য। যেনো ভোলাহাট উপজেলাসহ দেশ ও দশের জ্বালানী সমস্যার সমাধানে সর্বাবস্থায় কাজে লাগে। সে সাথে উপজেলার সর্বস্তরের মানুষের দ্বারপ্রান্তে জ্বালানী সেবা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশা-আল্লাহ্।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট