# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের বিভিন্ন এলাকার সাথে তীব্র তাপপ্রবাহে পুড়ছে নওগাঁর পত্নীতলা উপজেলা ,তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী নিম্ন আয়ের মানুষেরা । তাই এই গরমে একটু স্বস্তি দিতে “রক্তদান মানব কল্যাণ সংস্থা” এর আয়োজনে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমিক মজুর এবং পথচারী বিভিন্ন শ্রেণী পেশার পিপাসার্ত মানুষের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও স্যালাইন মিশ্রিত) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে সহকর্মীদের সাথে নিয়ে শরবত বিতরণ করেন রক্তদান মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান। এসময় কৃষি শ্রমিক, রাজমিস্ত্রি, রিক্সা চালক, অটো চালক সিএনজি চালক পথচারীসহ মোট ১ হাজার মানুষের মাঝে শরবত ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।
শরবত বিতরণকালে এ জেড মিজান বলেন,তীব্র গরম আমরা যারা বাসায় থাকছি তারাই অ সস্তিতে ভোগছি এই পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষগুলো বেকায়দায়। তীব্র রোদ গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে তারা ঘরের বাহিরে এসেছে এই খড়ায় তারা খুব পিপাসিত। সবাই এগিয়ে আসুন মেহনতী শ্রমজীবি মানুষের পাশে দাড়ান। তাদের শ্রমে ঘামেই তো দেশের উন্নয়ন। #