# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে অভ্যান্তরীণ বোরো সংগ্রহ-২৫ এর আওতায় সিদ্ধ চাল ও ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) বিকাল ৪ টার দিকে উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা খাদ্য কর্মকর্তা নুরুননবী, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক (এলএসডি) আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, চাল মিল মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমানসহ প্রমূখ।
এবার তারা মোহনপুর উপজেলায় বৈধ চাল মালিকদের কাছ থেকে ৩৫৫ টন সিদ্ধ চাল ও কৃষকদের কাছ থেকে ৫৩৮ মেক্টিক টন ধান ক্রয় করবেন।#