বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেছেন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সেবা দিতে এসেছি। সঠিকভাবে সেবা দিতে পারি সে বিষয়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন।
সভা সেমিনারে ,মানুষ গড়ার কারিগর শিক্ষকের অবস্থান শেষের কাতারে-শিক্ষকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,শিক্ষক-গুরুজনের মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে স্বাধীনভাবে আমরা সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিতে পারছি বলে মনে হচ্ছেনা। এজন্য অভিভাবকদের সচেতনতাও গুরুত্বপূর্ণ ।
বৃহসপতিবার(১৭-০৪-২০২৫) দুপুরে কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক সহ সুধিজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যকালে এসব কথা বলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ।
তিনি বলেন,৫আগষ্টের পর নতুন স্বাধীনতা পেয়েছি। তাই বলে রাস্তা বন্ধ করে অধিকার আদায় করবো সেটাও কাম্য নয়। বানেশ্বর-ইশ্বরদী রাস্তা সম্প্রসারনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন,দ্রুত তাদের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, সরকারি জায়গা অবৈধ দখলে নিয়ে কেউ যদি ক্ষতিপূরণ চায় সেটাও দেখার বিষয় আছে। তবে সরকারি রাস্তা সম্প্রসারন কিংবা সরকারি কাজে জমি অধিগ্রহনে কেউ ক্ষতিগ্রস্থ হলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। হতদরিদ্রের সরকারি বরাদ্দ যাদের প্রাপ্য তারাই পাবেন।
বাল্য বিবাহ,মাদক, প্রতারনা করে মোবাইলে টাকা নেওয়াসহ অপরাধ কর্মকান্ড বন্ধের বিষয়ে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার প্রয়োজন রয়েছে। বাঘায় পর্যটনের দাবির বিষয়ে বলেন,যেহেতু প্রাচীন স্থাপত্যর নিদর্শন হিসেবে ঐতিহাসিক মসজিদ রয়েছে। সেই হিসেবে পর্যটনের বিষয়টি সরকারের রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
সভায়,৫ আগষ্টের পর একটি গোষ্টি সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে আলোচিত হয়েছে। এছাড়াও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিষয়ে গনতন্ত্র রক্ষার ভ’মিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আশাদুজ্জামান,পরিদর্শক( ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি ইউনুছ আলী, বাঘা পৌর জামায়াতের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, হিন্দু,বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি সহকারি অধ্যাপক রাম গোপাল,ইমাম প্রতিনিধি সহকারি অধ্যাপক মাওলানা আবু ওবায়দা,শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিঞা,সহকারি অধ্যাপক রোকনুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন শিক্ষক এমদাদুল হক,শিক্ষক হামিদ সরকার, ছাত্র আসাদুজ্জামান ও গনমাধ্যম কর্মীরা।
উপস্থিত ছিলেন উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।#