মো. শাহাদত হোসেন খোকন/ মোছাঃ শাহরিন সুলতানা সুমা,গাইবান্ধা: গাইবান্ধা সুন্দরগঞ্জে কাপাসিয়া চরের ভূমিদস্যুদের হাতে হাজার হাজার মানুষের জমি বেদখলের অভিযোগ অথচ দেখার কেউই নেই। মোঃ হামিদুল ভান্ডারিআরো এলাকায় অসহায় ব্যাক্তিবক্ত গ্রাম কাপাসিয়া কাজিয়াচর বোচাগাড়িমৌজাপোষ্ট সিচা উপজেলা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ১৯৪৭ সালে নদীর পানিতে উক্ত জমিগুলো বিলীন হয়ে যায় এইজমি গুলো সিএস খতিয়ান ও আর এস খতিয়ান ভুক্ত হয় এই কারণে এক নং খতিয়ানভুক্ত হয় ২০১৮ সালে জমিগুলো ভরাট হয় কিন্তু প্রকৃত মালিকগণজমিগুলো ভোগ করতে পারছে না সম্পুর্ন জমি ভূমি দস্য খাচ্ছে কাপাসিয়া কাজিয়াচর সুন্দরগন্জ বোসাগারি মৌজা ১ নম্বর ২ নং সিট তিন নম্বর সিট চার নম্বর সিট ৫ নম্বর সিট ৬ নম্বর সিট ৭ নম্বর সিট আট নম্বর সিট সম্পূর্ণ জমি ভরাট করে খাচ্ছে।
৬০০ঘর ভূমি দস্যুরা খাচ্ছে এই ৬০০ ঘরকে আশ্রয় দেন মজনু চেয়ারম্যান এদের আশ্রয় দিয়ে ৬০০ঘরবিক্রি করেন মজনু চেয়ারম্যান টাকার বিনিময়ে ঘরের বাড়িতে বর্তমান সরকার কারেন্ট দিয়েছে। তাদের জমির কোন কাগজপত্র নেই। মালিকরা মজনু চেয়ারম্যান কে বিচার দিলে তিনি ভূমিদস্যদের পক্ষে টাকা খেয়ে তাদের পক্ষে কাজ করছেন।
ভুট্টা চাষ করার সময় মজনু চেয়ারম্যান ভূমিদস্যুদের কাছে টাকা খেয়ে মোটা অংকের জমি আলাদের জমি দখল করে দিচ্ছে না, আছিরন বেগম সুন্দরগঞ্জ থানা,ধুপনি কঞ্চি বাড়ি থানা মামলা চলমান রয়েছে । জমি গুলো সরকার জমি আলাদের নামে ডিসিআর কেটে দিলে জমি আলারা জমি ফেরত পাবে জমির মালিক আচিরন বেগম পিতা কছর ব্যাপারী , জমির মালিক আছিরন বেগম পিতা কছর উদ্দিন ব্যাপারি, মিজু, পিতা মৃত মজিবর রহমান হাসিনা ,খালেক পিতা মৃত হোসেন পিতা ৪ জন এরা প্রকৃত জমির মালিক। লাল চান বেপারী ১০০ বিঘা জমি অবৈধভাবে দখল করে খাচ্ছে। মৌজা বোচা গাড়ি জেএল নং ১০৭ জে এল খতিয়ান নং -২১৬১,২১৬২ ২১৬৩ , ২১৬৬ , ২১৬৯ ,২৩২৬ মোট জমি ২.৮৪ শতাংশ ও ২০৫০ ২০৬২ ২১৩৩ ২১৩৪ ২১৩৫ ২৮৬০ ২০৬৫ ২০৬৬ ২০৬৭ মোট জমি ২.৮৮ + ২.৮০ ৫১৭২ লাল চান বেপারী চেয়ারম্যান মজনু কে ভোটের ব্যাপারে ২ লক্ষ টাকা উৎকোচ দেন। মজনু চেয়ারম্যান পক্ষপাতিত্ব করে আব্দুর রশিদকে ২০০ বিঘা জমি অবৈধ ভাবে দেয় আব্দুর রশিদের কোন জমি নেই। তিনি বর্তমানে দুইটি কাকরা গাড়ির মালিক কাকরা গাড়ি গুলো বন্ধ করলে অবশ্যই জমির মালিকগণ জমিগুলো পাবে। চেয়ারম্যান ১০ বিঘা জমি লাল মিয়াকে দিয়ে বাড়ি করে দেয় নান্টু মিয়া চেয়ারম্যানের সেওই এলাকার গডফাদার। ৩০ ঘরের ৫০০ বিঘাজমি দখলে নিয়েছে বদিয়া, ১৫ ঘরের জমি ৩০ ঘর আফসার আলী মন্ডল। ৩০০ বিঘা জমি অবৈধভাবে খাচ্ছে মনজু চেয়ারম্যান। অবৈধভাবে আফসার আলীকে বাড়ি করে দেয় এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও গডফাদার ১২ ভাই মিলে ১২০০ বিঘা জমিদখলে রয়েছে।
ময়েদউদ্দিন অবৈধভাবে সম্পদ বিক্রি করে দিনাজপুরে ২০ বিঘা জমি ক্রয় করেছেন জমজ দুই মেয়ের জামাইকে অবৈধভাবে বাড়ি করে দেয় ২ মেয়ের জামাইয়ের নাম হায়দার আলী জিয়াউর রহমান।
ভূমি দস্যুর তালিকা মহম্মদ জালাল ফকির কামাল ফকির আসাদ আলী তাহের আলী আশরাফ আলী ময়েজ আলী মোহন পাগলা মোন্নাফ আলী কাসেম আলী মোঃ কোমেদ ফকির আলী আকবর এরশাদুল আলী ফজলা মিয়া। এদের পিতা কোরমান সরকার উভয়ের সাং কাপাসিয়া কাজিয়াচর ডাকঘর সিচা থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা। এদের সবাইকে আইনের আওতায় এনে কাঁপাসিয়া কাজিয়াচর এই জমিগুলো হামিদুল ভান্ডারি মালিক সহ সকল প্রকৃত মালিককে জমিগুলো ফেরত দেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত শুধু শুধু তদন্ত চলছে কাজের কাজ কিছুই হয়নি। জমিগুলো উদ্ধার করে ভূমিদস্যুদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে এলাকাবাসি ও জমির প্রকৃত মালিকরা।#