1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় সাবেক স্ত্রী-শাশুড়িকে পেটালো ডিভোর্স দেওয়া জামাই ,হাসপাতালে ভর্তি কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশনায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাজা সহ ২ জন গ্রেফতার শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে কাপড় ব্যবসায়ীদের ​হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ জনপদ: বিচার ও শান্তির সন্ধানে বাংলাদেশ মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন শিবগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ-রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ নওগাঁয় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত রূপসায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ 

সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক চৌধুরী। ফাইল ছবি

সবুজনগর অনলাইন ডেস্ক: জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং নিজ ও প্রতিষ্ঠানের নামে ৫৭টি ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার সন্দেহজনক লেনদেন করায় মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

তিনি দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে আজ মামলাটি দায়ের করেন।

অপর মামলায় ওমর ফারুক চৌধুরীর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকার সন্দেহজনক লেনদেন করায় মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় নিগার সুলতানা চৌধুরী ও মো. ওমর ফারুক চৌধুরীকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদি হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট