1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে রাসিকের কেন্দ্রীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবি রাজশাহীর বাগমারায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত  বাগমারায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে নগদ অর্থ ও চেক বিতরণ আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রকাশ্যে ফাঁসি চেয়ে ছাত্র ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দূর্গাপুরে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন বাঘায় মানববন্ধনে ঘোষণা ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মান্দা (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর মান্দায় সিপিবি নেতা কমরেড আব্দুল মালেকের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (১১ মার্চ ) মঙ্গলবার দুপুরে সিপিবি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান প্রামাণিক।
বক্তব্যে আব্দুস সোবহান বলেন, প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের পাড়ে দেলোয়ার হোসেন নামের এক ভূমিহীন ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি সেখানে একটি ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে যুবদলনেতা সোহেল তানভীন ও তার সাঙ্গপাঙ্গরা কাজে বাধা দিয়ে ভূমিহীন দেলোয়ার হোসেনের কাছে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় কমরেড আব্দুল মালেকের সঙ্গে যুবদলনেতা সোহেল তানভীরের বিরোধ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব বিরোধের জের ধরে গত ৮ মার্চ রাত ১১টার দিকে কমরেড আব্দুল মালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল তানভীরের নেতৃত্বে ৭-৮ জন যুবক হামলা চালিয়ে মারধর করে। এসময় আব্দুল মালেকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এরপর কমরেড মালেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেও বাধার সৃষ্টি করে হামলাকারীরা। সংবাদ পেয়ে ওই রাতেই মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় সোহেল তানভীরসহ ৭জনের বিরুদ্ধে সোমবার রাতে মান্দা থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিপিবি মান্দা শাখার সদস্য কমরেড খোরশেদ আলম মণ্ডল, কমরেড আবুল কালাম আজাদ, কমরেড আলাউদ্দিন মণ্ডল, সিপিবিনেতা আবু বকর শেখ, মান্দা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদলনেতা সোহেল তানভীর বলেন, কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়দানকারী আব্দুল মালেক কিশোর গ্যাংয়ের দলনেতা। তার নেতৃত্বে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসবের প্রতিবাদ করায় আব্দুল মালেকের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট