#মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মুখে কালো টেপ লেগে ধর্ষকদের বিচারে দাবিতে নিরব প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রবিবার( ৯ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বেসরকারি সংস্থা হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে নজিপুর পৌর শহরের ফুলকুঁড়ি স্কুলের সামনের রোডে মুখে কালো টেপ লাগিয়ে ধর্ষকের বিচারের দাবিতে নিরব প্রতিবাদ করেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাগুড়ার ৮ বছরের শিশু আছিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষিত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালের বেডে। এ ঘটনায় সারাদের মানুষ কেঁদেছে। ধর্ষণের ক্রমাগত বিচারহীনতার সংস্কৃতি নারী ও কন্যাশিশুরা অনিরাপদ হয়ে পরছে। আন্তর্জাতিক নারি দিবসেও সারা দেশে অনেক নারী ও কন্যা শিশু ধর্ষণের খবর পাওয়া যায়। এই পাশবিকতায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতেমানববন্ধন করেন তারা।
এ সময় ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী নানা প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে । যত দ্রুত সম্ভব সকল অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে বাংলাদেশ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হবে। আমরা চাই না আর কোনো নারী এইভাবে জঘন্য নির্যাতনের শিকার হোক।#