পাবনা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার হালনাগাদ মোট ভোটার ২,৫১,৭৭০ জন, পুরুষ ভোটার ১,২৭,১০৭ জন ও মহিলা ভোটার ১,২৪,৬৬৩ জন। জাতীয় ভোটার দিবস উদ্বোধন অনুষ্ঠানে ঘোষণা করা হয় এ তথ্য। রবিবার (২ মার্চ ২০২৫) চাটমোহর উপজেলা প্রশাসন এবং চাটমোহর উপজেলা নির্বাচন অফিসের যৌথভাবে আয়োজিত জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ বেলা ১১ টায় জাতীয় ভোটার দিবস- ২০২৫ এর আহবায়ক ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী দিবসটি উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন। নির্বাচন কর্মকর্তা সর্বশেষ চাটমোহর উপজেলার হালনাগাদ ভোটার সংখ্যার এ তথ্য দেন।
তিনি বলেন,সংশেধিত ভোটার সংখ্যা পুরুষ-২০৮৭ জন,মহিলা ভোটার সংখ্যা-১১৪১ জন। মোট- ৩০২৮ জন। হাল নাগাদ ভোটারসহ চাটমোহর উপজেলার সর্বমেট পুরুষ ভোটার ১,২৭,১০৭ জন এবং মহিলা ভোটার ১,২৪,৬৬৩ জন। চাটমোহর উপজেলায় সর্বমোট হালনাগাদ ভোটার ২,৫১,৭৭০ জন। এটি চলমান প্রক্রিয়া হওয়ায় মে মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। যা নির্বাচনী ভোটার তালিকা হিসেবে গণ্য হবে।
আলাপকালে উপজেলা নির্বাচন অফিসার জানান,মৃত্যু,স্থান পরিবর্তন, এবং নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বাদ পড়া যে কেউ ভোটার হতে পারবেন।#