নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী। মঙ্গলবার রাতে পানি উন্নয়ন বোর্ড স্কুল মাঠে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম ইসহাক স্মৃতি দিবা রাত্রি শট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের সিজন- থ্রির ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জি এম সুমন মুন্সী বলেন, খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। উক্ত টূর্ণামেন্টে ওয়াপদা টাইগার্স চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিটাগাং রোড আহসান উল্লাহ বাণিজ্যিক কমপ্লেক্সের চেয়ারম্যান হাজী জব্বার, পরিচালক হাজী আলী আকবর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক।
মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও রুহুল আমিনের সঞ্চালনায় মোঃ ইয়াকুবের সার্বিক ব্যবস্থাপনায় ও নাঈম হোসেন রাজার আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক মিন্টু মোল্লা ,সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির,যুগ্ম আহবায়ক আবু সাইদ সাদেক,জিয়া সৈনিক দল নেতা মনির হোসেন, হোসেন মুন্সি, জাকির হোসেন, ওমর ফারুক, আল আল-আমীন মল্লিক, হেলাল,খোকন ফারুকসহ অনেকেই।#