1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো চার  বাড়ি,ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাঘায় মত বিনিমিয় সভায় চলনবিলের ঐতিহ্য রক্ষায়- ঝুঁকি ও বিকল্প পরিকল্পনায় রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় নির্মাণের দাবি বাঘায় টাইফয়েড টিকাদান ওরিয়েন্টেশন সভা, প্রায় ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে নাটোরে ডিবি পুলিশের অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোরে গেটকা প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ‎ পুঠিয়ায় ভ্যান চালকের লুঙ্গি প্যাচানো লাশ উদ্ধার পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বকেয়া বিল পরিশোধে ব্যার্থ  হওয়ায় তানোর হাসপাতালের অ্যাম্বুলেন্সের সেবা বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

বকেয়া টাকা পরিশোধ না করায় পেট্রলপাম্প কর্তৃপক্ষ বাকিতে তেল সরবরাহ বন্ধ রেখেছে। ফলে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা প্রায় সাতদিন ধরে বন্ধ রয়েছে। হাসপাতালের সামনে সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা।

অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় সামর্থ্যবান রোগীরা অতিরিক্ত খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করলেও, দরিদ্র রোগীরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে পারছেন না। প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে এই ৫০ শয্যার হাসপাতালে। সঠিক চিকিৎসার অভাবে নিয়মিত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় এই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

তানোর পৌর এলাকার বাসিন্দা শাকিল জানান, তিনি তাঁর অসুস্থ চাচিকে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় চারগুণ বেশি ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে বাধ্য হন।

তালন্দ ইউনিয়নের সোহেল রানা বলেন, “আমার ছোট ভাইকে রাজশাহী মেডিকেলে নিতে দেড় হাজার টাকা দিয়ে মাইক্রোবাস ভাড়া করতে হয়েছে, যা সরকারি অ্যাম্বুলেন্সের চেয়ে অনেক বেশি। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আবদুস সালাম জানান, পেট্রলপাম্পে হাসপাতালের প্রায় ১০ লাখ টাকা বকেয়া থাকায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

সাধারণত তানোর থেকে রাজশাহীর জন্য সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ৬০০ টাকা, যেখানে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ১,৫০০-২,০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা জানান, গত ১০ ফেব্রুয়ারি থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। অর্থ বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, তবে বরাদ্দ না পাওয়া পর্যন্ত সেবা চালু করা সম্ভব নয়।

রাজশাহীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন জানান, তানোরসহ কিছু উপজেলায় একই সমস্যা হয়েছে। দ্রুত তেলের বরাদ্দ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সরকারি বরাদ্দ না আসা পর্যন্ত তানোর উপজেলার ৫-৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের একমাত্র ভরসা বিকল্প ব্যবস্থাপনা, যা রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট