ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বে ইউপি সচিব মো:রুহুল আমিনকে মারধর করেছে সন্ত্রাসীরা।এসময় তারা পরিষদের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। তালাবদ্ধ করে চেয়ারম্যান ও সচিবের কক্ষ। পরে সচিবের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সোমবার বেলা ১২ টায় ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সচিব রুহুল আমিন বাদী হয়ে ০৫ জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন গোদন্ডা গ্রামের জয়নাল হাওলাদারের পুত্র মো: মিঠু, মজকুনী গ্রামের মোতালেব তালুকদারের পুত্র মো: মিজান তালুকদার,সুবিদপুরের মন্টু হাং পুত্র মো: ইমরান, গোদন্ডার বজলু হাওলাদারের পুত্র মো: হিরু, ও এনামুল খান। সুবিদপুর ইউনিয়ন পরিষদ সচিব মো.রুহুল আমিন জানান, গত ০৫ আগষ্টের পর থেকে অত্র পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের রিট পিটিশনের রায়ে সাম্প্রতিক ইউপি সদস্য মো.জাহিদুল ইসলাম প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব বুজিয়ে দিতে আদেশ দেয়া হয়। পরে ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসক তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেন। তিনি সোমবার বিকালে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেয়ার উদ্যোগ নিলে স্থানীয় একটি সন্ত্রাসী মহল ক্ষিপ্ত হয়। এদিন দুপুরে তারা সংঘবদ্ধ হয়ে লাঠি,লোহার রড় ও দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা করে।
এসময় হামলাকারীরা পরিষদের কয়েকটি কক্ষ ভাঙচুর ও লুটপাট করে।পরে কর্মরত থাকা ইউপি সচিব মো:রুহুল আমিনকে মারধর করে। তাকে এলোপাথারি পিটিয়ে জখম করে রুম থেকে বের করে দেয়।পরে তার কক্ষে ভাঙচুরের পর তালাবদ্ধ করে। এসময় সচিবের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে দেয়।পরে প্রত্যক্ষদর্শীরা সচিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয় সুবিদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ মো.জাহিদুল ইসলাম বলেন, উচ্চ আদালতের রায়ে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে বৈধ।জেলা প্রাশাসক মহোদয় আমাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে চিঠি দিয়েছেন। আমি বিধি মোতাবেক দায়িত্ব পালন করতে গেলে স্থানীয় একটি সন্ত্রাসীমহল বাঁধা দেয়। তারা পরিষদের সচিব রুহুল আমিনকে মারধর করে কক্ষ থেকে বের করে দিয়েছে বলে জেনেছি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, সুবিদপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দে ইউপি সচিবকে মারধরের অভিযোগ পেয়েছি।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, ইউপি সচিবের ওপর হামলার ঘটনা জেনেছি। তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আরও জানান।
এ বিষয় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।#