# পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় সকাল ১১ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এ-র সভা কক্ষে খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোঃ আরিফ আদনান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাব প্রতিনিধি নিতপুর সরকারি খাদ্য গুদামের ওসি এল এস ডি।
উল্লেখ্য এই খাদ্য বান্ধব কর্মসূচি মূল উদ্দেশ্য হচ্ছে বছরে ৫ মাস হতদরিদ্র মানুষের জন্য ৩০ কেজি চাউল দেওয়া হয় উক্ত চাউ সাধারণত প্রকৃত পাওয়ার যোগ্য মুলত তারাই পাবে। সচ্ছতার ভিত্তিতে চাউল দেওয়া হবে ইনশাল্লাহ বলে সভাপতি মহোদয় জানান।#