নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও ব্র্যাকের আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে স্থানীয় সরকারের সাথে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্র্যাক পত্নীতলা কার্যালয়ের মিটিংরুমে ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে ও জেলা ব্যবস্থাপক কৃষ্ণকলি রেমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথিরবক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা দপ্তরের ফিল্ড সুপার ভাইজার রজত কান্ত গোস্বামী, উপ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার সাহা, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নন্দ গোপাল রায়, ব্র্যাক কর্মসূচী সংগঠক মরিয়ম আক্তার সহ ব্র্যাকের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, সুধিজন প্রমূখ। প্রধান অতিথি এই কর্মসূচির গুরুত্ব আলোচনা করেন এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।#