মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িটিতে আগুন দেয় শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ম্যুরালটির সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৫৫ মিনিটে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানের তালে তালে নেচে, গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। পরে একদল শিক্ষার্থী ভেঙে পড়া সেই ম্যুরালের উপরে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও প্রস্থ ২২ ফুটের ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করা হতো। আবক্ষ ম্যুরালটি নির্মাণে ১০ লাখ ২০ হাজার টাকা খরচ করা হয়েছিল। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে ম্যুরালটির উদ্বোধন করা হয়েছিল।
এদিকে ২০২১ সালে রাজশাহী কলেজে শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদকে দিয়ে ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের টেরাকোটা করা হয়। টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্র তুলে ধরা হয়। বুধবার রাতে টেরাকোটা থেকে শেখ মুজিবুরের প্রতিকৃতি তুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।#