# আব্দুল বাতেন, শিবগঞ্জথেকে..
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে সারাদিনব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কাঞ্চনকুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এই সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ শিবগঞ্জ উপজেলার মুখ্য সমন্বয়কগণ। কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী খেলায় যে দল দুটি অংশগ্রহণ করেন চককিত্তি বনাম নয়লা ভাঙ্গা।
খেলা উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন এই যুবসমাজকে খেলা মুখি করে মাঠে নিয়ে আসতে হবে খেলাধুলার মাধ্যমেই প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে এবং মুক্তি পাবে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম।#