1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদলীজনিত বিদায় সংবর্ধনা কেএমপির অতি: পুলিশ কমিশনার (ফোর্স ) তানোরে আদালতের আদেশ লঙ্ঘন  করে জমি দখলের চেষ্টা পাবনার চাটমোহরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন লিংকন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব পালিত কবি ও সাংবাদিক আকাশ এর নানী আম্মার চৌদ্দতম মৃত্যুবার্ষিকী দোওয়া মাহফিল  গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবগঞ্জের বছরব্যাপী কি সব কর্মকাণ্ড  গাইবান্ধায় আজিজ কো-অপারেটিভ’র বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ভোলাহাটে শিব মন্দিরগুলি হাজার বছরের ইতিহাস! কালের বিবর্তনে মরিচিকা, সংস্কার প্রয়োজন! নওগাঁ  আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জয় লাভ

পাবনার চাটমোহরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন লিংকন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এস এম মনিরুজ্জামান আকাশ,  পাবনা : পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের অন্তর্গত পবাখালী আব্দুল গফুর কাঠুর মোড় থেকে একটি বিস্ফোরক মামলায় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন লিংকনকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সাতটার দিকে পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়নের পবাখালী কাঠুর মোড় থেকে চাটমোহর থানা পুলিশ মো. রুহুল আমিন লিংকনকে গ্রেপ্তার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ছাত্রলীগ নেতা মো. রুহুল আমিন লিংকনকে চাটমোহর উপজেলায় সংঘটিত বিস্ফোরন ঘটনায় দায়ের কৃত মামলায় আজকে সন্ধ্যায় আটক করা হয়েছে। এখন তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং আদালতে প্রেরণ করা হবে। অফিসার ইনচার্জ আরে বলেন, তিনি চাটমোহর উপজেলায় সংঘটিত একটি বিস্ফোরক মামলার আসামি।

গ্রেপ্তারকৃত মো. রুহুল আমিন লিংকন এর পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, চাটমোহর থানায় কোথাও কোন বিস্ফোরক মামলায় মো. রুহুল আমিন লিংকন এজাহার ভুক্ত আসামী নয়। তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা ও ব্যবসা বানিজ্য করে আসছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানি করার জন্য তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মো.রুহুল আমিন লিংকন একজন নির্দোষ ব্যক্তি! তবুও রাজনৈতিক বিবেচনায় তাকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।

পরিবারের পক্ষ থেকে আরো দাবি করা হয় যে, আমরা মো. রুহুল আমিন লিংকনের দ্রুত নিঃশর্ত মুক্তি চাই। বাংলাদেশ আওয়ামী লীগ,ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর, পাবনার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ও নিরপরাধ মো.রুহুল আমিন লিংকন কে গ্রেপ্তার করায়। রুহুল আমিন লিংকন এর বিরুদ্ধে অভিযোগ না থাকার পরেও হয়রানি মুলক উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা সরকারের হীন মন্যতার বহিঃপ্রকাশ ও ক্ষমতা কুক্ষিগত করার অপকৌশল মাত্র সেটা প্রকাশ করতে সরকার বিনা মামলায় রুহুল আমিন লিংকন কে গ্রেপ্তার করেছে।

অবিলম্বে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা মো. রুহুল আমিন লিংকন কে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানানো হয় বাংলাদেশ আওয়ামী লীগ, ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর, পাবনার পক্ষ থেকে। ফৈলজানা তথা চাটমোহর উপজেলার সর্বত্র মো. রুহুল আমিন লিংকন এর গ্রেপ্তারের পর থেকে আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা, সাধারণ সমর্থকেরা গ্রেপ্তার আতংকে ভুগছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট