লিয়াকত হোসেন, রাজশাহী: চারঘাট উপজেলার মেরামতপুর মন্ডলপাড়া থেকে ৪৫ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত আসামি হলো মোঃ জিল্লুর রহমান পিটার (৩৪)। সে চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০৯:৪০ মিনিটের সময় মেরামতপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জিল্লুর রহমান পিটারকে তল্লাশী চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।#