চট্টগ্রাম প্রতিনিধি: আওয়ামী লীগ নেতা আহমদ হোছাইনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চারটি পরিবার। অভিযুক্ত আহমদ হোছাইন বহুল আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঘনিষ্টজন এবং টেরিবাজার আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।
নগরীর চেরাগী এলাকায় চট্টগ্রাম একাডেমির হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ভুক্তভোগী চার পরিবারের পক্ষে মো. বাবুল মিয়া বাবুল (৩৯), মুন্নি বেগম (৩৮), আলী আক্কাস (৪২) ও বিবি আয়েশা বেগম (৬২) বক্তব্য রাখেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আহমদ হোছাইন বাকলিয়া এলাকায় তাদের ১৮ শতক জমি জোর করে দখলের চেষ্টা করছেন। ওই জমি তাদের বৈধ মালিকানাধীন এবং তা নিয়ে আদালতে একটি মামলাও চলমান। কিন্তু আহমদ হোছাইন বোলপাল্টে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ জামায়াতে ইসলামের নাম বিক্রি করে অর্থবলে সন্ত্রাসী ভাড়া করে তাদের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
আহমদ হোছাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আহমদ হোছাইন ও তার সহযোগীদের কারণে তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমরা আইনগত প্রতিকার এবং জাতীয় ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।#