মো. শাহাদাত হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের সাইদুল ইসলাম বিয়ে করা বউ ফিরে পাওয়ার জন্য গাইবান্ধার আদালতের বারান্দায় ঘুরে ফিরছে।
জানা গেছে, সাইদুল একই উপজেলার ধুমাইটারী গ্রামের মোঃ সামিউল ইসলাম এর কন্যা শাহনাজ আক্তার কে পারিবারিকভাবে ২০১৪ সালের ১৮ আগষ্ট ধুমধাম করে বিয়ে করে । বিয়ের পর তাদের ছোট্ট সংসার ভালভাবেই চলছিল। এরই মধ্যে সাইদুল ও শাহনাজ আক্তার পুত্র সন্ত্রানের বাবা-মা হন। সবই ঠিক ছিল কিন্তু শাহনাজ আক্তার এর বাবা সাইমউল ইসলাম ফন্দি আটে কি করে মেয়ের জামাইয়ের অর্থ সম্পদ হাতিয়ে নেয়া যায়।সাইমউল ইসলাম বিভিন্নভাবে মেয়েকে কুমন্ত্র দিয়ে একদিন জামাইয়ের অনুপস্থিতিতে ভাগিয়ে নিয়ে যায় নিজ বাড়িতে। সে সময় সাইদুলের বাড়িতে ব্যবসার জন্য রাখা ১লাখ ৮০ হাজার টাকা মেয়েকে পটিয়ে নিয়ে যায়।
সাইদুল বউ শাহনাজ আক্তারকে ফিরিয়ে আনার জন্য শ্বশুর সামিউলের বাড়িতে গেলে মেয়েকে না পাঠানোর অজুহাতে গালমন্দ ও গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সাইদুল বউ শাহনাজকে ফিরে পাওয়ার জন্য এলাকার প্রভাবশালী মহল ও মাতব্বরদের দুয়ারে ধরনা দিয়ে ব্যার্থ হয়েছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শাহনাজ স্বামীর সাথে ঘর করতে রাজি আছে। কি ন্তু চরম স্বার্থপর লোভী বাবার জন্য ইচ্ছে করলেও নানান কারণে বাপের বাড়ি ছেড়ে আসতে পারছে না।
এদিকে সাইদুল বউ ফিরে পেতে গাইবান্ধা জেলা জজ কোর্ট আমলী আদালত, সুন্দরগঞ্জে শ্বশুর শাশুড়ী সহ ৪/৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। সাইদুল আশা করছে তিনি আদালতে সঠিক বিচার পাবেন।সাইদুল বলেন তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চান।#