 
																
								
                                    
									
                                 
							
							 
                    
 মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ প্রায় সাড়ে তিন মাস পর সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার (নাইন এমএম পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শ্যামনগর পৌরসভার মিঠা চন্ডিপুর গ্রামের বকুলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর থানা পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শ্যামনগর থানায় প্রবেশ করে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলে। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর জানন, তিনি এই থানায় দায়িত্বে আসার আগ পর্যন্ত তাঁদের ১১টি সরকারি অস্ত্র মিসিং ছিলো, এর মধ্যে আজ ১টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে। এছাড়াও এর আগে থানা থেকে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।#