# নাহিদ জামান: রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের ৭ম খেলা, ০৮ নভেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব এবং খুলনা ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে প্রায়ত অধ্যক্ষ খান আলমগীর কবির এর স্মৃতির উদ্যেশ্যে ১ মিনিট নিরাবতা পালন শেষ, দুই দলের খেলোয়ারদের নিয়ে খেলার পরিচালকদ্বয় মাঠে প্রবেশ করেন। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের সময় খুলনা ফুটবল একাডেমীর ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাইম এর গোলে ১-০ তে এগিয়ে যায়। খেলার ১২ মিনিটের সময় পাল্টা আক্রমন করে ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাবের পক্ষে ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবদুল্লাহ গোল করে খেলায় ১-১ এ সমতায় আনে।
খেলার দ্বিতীয়ার্ধে কোন দল আর গোলের দেখা না পেয়ে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলার নিদৃষ্ট সময় শেষ করে। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত হয়। ট্রাইবেকারে খুলনা ফুটবল একাডেমী কে ৫-৩ গোলে হারিয়ে ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
খেলা পরিচালনা করেন, মুস্তাহিদুর রহমান মুক্ত,আলী আকবর, শেখ মোঃ গফফার। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবু মুসা। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান, ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল ইসলাম,খান আলামিন চঞ্চল, আলম শেখ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, প্রভাষক বাশির আহমেদ লালু, ইবারত হোসেন, মোঃ নাসিম, বাগেরহাট ক্রীড়া সংস্থার আঃ রহমান, নুর আলী, মনির শেখ, খান আনোয়ার হোসেন, নতুন শেখ, ইসলাম সরদার, সৈয়দ কামরুজ্জামান নান্টু,শাহাজাদা আলমগীর, মোঃ শামীম, ফেরদৌস, হাসান ফারাজী, জহির খান,তাহসিন প্রমূখ।
অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবদুল্লাহ কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরন শেষে বিজয়ী দলের অধিনায়ক আবদুল্লাহ ম্যাচ বিজয়ের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। আগামীকাল ৯ নভেম্বর শনিবার খেলার ৮ম ম্যাচে অংশগ্রহণ করবেন গোপালগঞ্জ ফুটবল একাডেমী এবং এসবি আলী খুলনা ফুটবল একাডেমী।#