জিয়াউল কবীর: কিশোর গ্যাং’র ১০ সদস্য কে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বিভিন্ন অপরাধ সহ তারা নিজেদের ক্লাশ ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিমলা পার্ক সহ পদ্মা নদীর ধারে তারা আড্ডা দিত।
এ বিষয়ে পুলিশ কমিশনারকে সাংবাদিকরা অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় নগরীর শিমলা পার্ক থেকে ১০ জন কিশোর গ্যাং সদস্য কে আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকদের অভিভাবকরা উপস্থিত হয়ে ছাড়িয়ে নিতে চাউলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গেল সোমবার নগরীর শিমলা পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মিডিয়া মুখপাত্র এডিসি সাবিনা ইয়াসমিন।
ক্লাস চলার সময় তারা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দিত এমন অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসে।এর প্রেক্ষিতে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হতে ও উহার কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।#