1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে কথিত এনজিওর প্রতারণায় নিঃস্ব অসংখ্য মানুষ, কোটি টাকা হাতিয়ে উধাও উত্তরবঙ্গ সমাজ উন্নয়ন সংস্থা বাঘায়  পাশ কাটিয়ে আসার সময় ট্রাকের ধা/ক্কা/য় আহত যুবক হাসপাতালের আইসিইউতে খুলনা কে ডি এ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রূপসায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দু’ গ্রুপের সংঘর্ষে আহত ৫ ‎ ‎ পত্নীতলায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদসভা  রাজশাহীতে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নৌকা প্রদান ‎ কুরআন ও অন্যান্য ধর্ম গ্রন্থের আলোকে মানুষের সাথে কথা বলার আদব-কায়দা  সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতেই মন জয় করলেন চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি

গাজী শাহ-আলম ও বিএনপি কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে কৈখালী ইউনিয়ন বিএনপির সাংবাদিক সম্মেলন 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন,রবিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম ও বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্প্রতি অগ্রযাত্রা নামক ইউটিউব চ্যানেল এবং এবি লাইভ ফেইসবুক পেজে গাজী শাহ-আলম ও বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য সংবাদ প্রচার করা হয়, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানান তিনি। মাহবুব আজাদ খোকন অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও কৈখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খোকন আরও দাবি করেন, শেখ আব্দুর রহিম বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রার্থী শাহ-আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী পরেশ কুমার গায়েন ও নিমাই রপ্তান উল্লেখ করেন যে, আওয়ামী লীগ সরকার পতনের রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মিথ্যা অভিযোগ এনে কৈখালী ইউনিয়নের বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক ও চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ইচ্ছাকৃতভাবে গাজী শাহ-আলমের সাথে এসব বিষয় জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন।

গাজী শাহ-আলম জানান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ছিলাম। মানব সেবার ব্রত নিয়ে কৈখালীতে ফিরে আসি এবং দুইবার নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমার জনপ্রিয়তা বৃদ্ধির জন্যই আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। কৈখালী ইউনিয়ন বিএনপি এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে হলুদ সাংবাদিকতা বন্ধ ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট