গাইবান্ধা প্রতিনিধি………………………
গাইবান্ধার বামনডাঙ্গা ফাঁড়ি থেকে পুলিশের চাঁদাবাজি করার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা দাবি উঠেছে সমগ্র বামনডাঙ্গায়।
অভিযোগে জানাগেছে, গত ২৮/০৭/২০২৪ ইং তারিখে রাত ২ টার সময় ইব্রাহিম বামনডাঙ্গা নয়ারহাট তার বাড়িতে প্রবেশ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মিথ্যা মাদক মামলায় দিবে । অব শেষে ৭০ হাজার টাকা নিয়ে যায় জুলিয়াস , মাসুদ রানা, আসলাম সাব ইন্সপেক্টর, আইসি আব্দুল আজিজ। ইব্রাহিম ্আরো অভিযোগ করেন যে, বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ৩ টা টা্চে মোবাইল ও ২ টা বাটন মোবাইল আঁচাড় মেরে নষ্ট করে ফেলে।
‘সেবাই জনতা জনতাই পুলিশ’ সেবাই পুলিশের ধর্ম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চাঁদাবাজি করে মানুষের কাছে সেবা না দিয়ে দেশ ধ্বংস হয়ে যাবে জনগণের সেবা দিবে বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইব্রাহিম মিয়া বিচার চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় অভিযোগ দায়ের করেন।
ইব্রাহিম মিয়া ৩ পুলিশের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার আইনমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি পুলিশ সুপার গাইবান্ধা ডি আইজি রংপুর রেঞ্জ রংপুর, এ সার্কেল গাইবান্ধা, উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ, সহকারী কমিশনার ভূমি সুন্দরগন্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইব্রাহিম মিয়া ন্যায্য বিচার দাবি করে বলেন, বামনডাঙ্গা ৪ পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ জুলিয়াস মাসুদ আসলাম এর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#