1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাবির  সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বটিয়াঘাটায় নবাগত ইউএনও’ র যোগদান ভোলাহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা  দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আয়োজনে রাজপথে বিক্ষোভ মিছিলও পথসভা তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৫তম ফুটবল টুর্নামেন্ট শুরু বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আশরাফ এর ৩১দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন রূপসায় জামাতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবস পালন রক্তাক্ত ২৮ অক্টোবর শহীদ ও আহতদের স্মরণে নারায়ণগঞ্জে  আলোচনা সভা ও দোয়া ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে: রাজশাহীতে এনসিপি প্রধান নাহিদ

অভয়নগরে ভাইপোর বসতবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ চাচার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে ভাইপো নুরুজ্জামান দপ্তরীর বসবাস করা ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ জুন) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ধোপাদী দপ্তরী পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার ধোপাদী দপ্তরী পাড়া গ্রামের ইসমাইল দপ্তরীর ছেলে নুরুজ্জামান দপ্তরী। ধোপাদী দপ্তরীপাড়ার মৃত-তবিবর দপ্তরীর ছেলে মোঃ ইকরাম দপ্তরী (চাচা) ও তার দুই ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় ঘটনা উল্লেখ করে  একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাদী মৌজার আর এস১০৯৯ নং খতিয়ান ও আরএস ৪৬৯৮, ৪৭০০ নং দাগে মোট ৪৭ শতাংশ জমির মধ্যে ০৩.৩০ শতাংশ জমি ভুক্তভোগী তার ফুফুর কাছ থেকে নগদ টাকায় কিনে দলিল করে ঘরবাড়ি তৈরি করে স্ত্রী সন্তান নিয়ে  বসবাস করে আসছেন। কিন্তু ভুক্তভোগী নুরুজ্জামানের ছোট চাচা দীর্ঘদিন ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য ভাইপো ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসছে। যে কারণে বিবাদি চাচা ওই ভাইপোর বসবাস করা জমি নিজের দাবি করে বিজ্ঞ আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করে। সেই মামলায় উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অভয়নগর থানা পুলিশ নোটিশের মাধ্যমে সতর্ক করে।

ওই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত ২৩ জুন জমি লোভী চাচা ওই জমি দখল নিতে ইট ফেলে। যে কারনে ভুক্তভোগী চাচাসহ তার ২ ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করে। সেই অভিযোগে মিমাংসার কথা বলে ভুক্তভোগীর চাচাসহ  তার ছেলেরা সংগঠিত হয়ে ২৬ জুন বুধবার সকালে ভুক্তভোগীর বসত ভিটা বাড়ি ভাংচুরসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ঘরে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর আর এক চাচা হারুন দপ্তরী বলেন, আমি থেকে আমার বোনের ওই জমি ভাইপো নুরুজ্জামানকে কিনে বসবাস করতে দিয়েছিলাম। কিন্তু আমার ওই ভাই আমাদের কোন কথা না শুনে আজ আমার ভাইপোর ঘরবাড়ি ভাংচুর করে, এখন আইন যা করে আমরা আর কি করবো? আমার ওই ভাই কারো কথা শুনেনা। এবিষয়ে মোঃ ইকরাম দপ্তরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন কেটে দিয়েছেন যে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট