1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
 সাদুল্যাপুরের কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান সরকারের নামে ইএফটি চালু করে বেতন ভাতা প্রদানের দাবি আত্রাইয়ের বান্দাইখাড়াতে আর যাওয়া হলনা নিলি বিবির নিয়ামতপুরের ত্রাস ছাত্রলীগ নেতা তাওফিক গ্রেপ্তার বাঘায় অবিক্রিত টিসিবির পণ্য ও পুলিশের বাড়ির সোনার গহনা চুরি গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অপরাধ স্পট শ্যামনগরঃ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী হযরতের পেশা, মামলার কারিগর পতিতা শাহানারা গাজায় তীব্র ইসরাইলি হামলার পরিণতির আশঙ্কায় জিম্মি পরিবারগুলো রংপুরে বদরগঞ্জে প্রায় ইবতেদায়ী মাদ্রাসা গুলোতে নেই  ছাত্র -ছাত্রী, তবুও পাচ্ছে  সরকারি অনুদান ও বেতন ভাতা  বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ৩১৫ টন আলু চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

বিদেশে রপ্তানির লক্ষ্যে বাঘায় আম সংগ্রহ,বাছাই,প্যাকিং পরিবহন, বাগান পরিচর্চা শীর্ষক চুক্তিবদ্ধ চাষী প্রশিক্ষণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বিদেশে রপ্তানীর লক্ষ্যে উত্তম কৃষিচর্চা অনুসরনে আম সংগ্রহ,বাছাই,প্যাকিং পরিবহন এবং বাগান পরিচর্চা শীর্ষক চুক্তিবদ্ধ চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬-মে) উপজেলার বিনোদপুর আম বাগান চত্বরে এর আয়োজন করেন রাজশাহীর এস.এম.আর এগ্রোটেক ইন্ডাষ্টিজ লিমিটেড। এতে চুক্তিবদ্ধ ৩৫জন সহ প্রায় শতাধিক আমচাষী অংশ গ্রহন করেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কৃষিবিদ মুহাঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) এর চেয়ারম্যান রইছ উল আলম মন্ডল বলেন, মৌসুমের শুরুতেই প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ চাষীদের আম উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছেন। পদ্ধতি অনুস্মরণ করলে অধিক পরিমাণ আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। রপ্তানির লক্ষে্য উত্তম কৃষি চর্চা অনুসরণে আম সংগ্রহ, বাছাই,প্যাকিং,পরিবহন এবং বাগান পরিচর্যার কোন বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যকালে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, দেশের গন্ডি পেরিয়ে আম বিদেশেও রপ্তানি হচ্ছে। আমের কলিটি ও সরবরাহকৃত আমের চাহিদা বাড়লে রপ্তানির পরিমান বৃদ্ধি পেতে পারে। এতে চাষীরা যেমন উপকৃত হবেন তেমনিভাবে দেশের আমের সুনাম ছড়িয়ে পড়বে বিদেশেও।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (নাটোর,গোপালপুর) কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা বলেন, দক্ষতার জোরে গত মৌসুমে তার মিলের আয় বাড়িয়েছেন। তাই প্রশিক্ষপ্রাপ্ত দক্ষ আম চাষীরা ভাল মানের আম পাঠাতে সক্ষম হবেন। এ জন্য আম চাষীরা সঠিক মান নির্ণয় করার দাযিত্ব এড়াতে পারেন না।

বাঘা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিউল্লাহ সুলতান বলেন, বিগত কয়েক বছর ধরে রাজশাহীর বাঘা-চারঘাটের উৎপাদিত আম ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এবার আমের উৎপাদন কম হলেও যে আম আছে সঠিক পরিচর্চার মাধ্যমে রপ্তানি করা সম্বব হবে।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-বিচারক, জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার , প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়সাল কবির , মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট